ফেসবুকের রিলস হাইড করার উপায়
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - ব্লগার ফ্রেন্ডস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের রিলস হাইড করার উপায় নিয়ে আলোচনা করব। ফেসবুকের রিলস হাইড করার উপায় সম্পর্কে আরো জানতে গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের ওয়েব সাইটে অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন। তো চলুন আমাদের আজকের মূল বিষয়বস্তুগুলো এক নজরে পেজ সূচিপত্রতে দেখে নেয়া যাকঃ
আপনারা ফেসবুক ফিডে রিলস দেখতে চান না? বর্তমানে এই সমস্ত রিলস বন্ধ করার কোন উপায় নেই, তবে আপনি রিলেস এর সংখ্যা কমাতে পারেন। আসুন শিখি কিভাবে রিলস হাইড করতে হয় এবং অন্যের রিলস ব্লক করতে হয়।
ফেসবুকের রিলস হাইড করার নিয়ম
ফেসবুক ফিড থেকে রিলসগুলিকে স্থায়ীভাবে লুকানোর বা অপসারণ করার কোনও উপায় এখনও নেই। তবে আপনি যদি এই ছোট ভিডিওগুলি দেখতে না চান তবে আপনি কম রিলস দেখার ব্যবস্থা করতে পারেন এবং বিভিন্ন পৃষ্ঠার পোস্ট করা রিলসগুলিকে ব্লক করতে পারেন।
আপনি যদি ফেসবুক ফিডে কম রিলস দেখতে চান তবে আপনাকে মোবাইল বা ডেস্কটপ থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তারপরে আপনি রিলস না পাওয়া পর্যন্ত নিচে স্ক্রল করুন। রিলেস এর থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে উক্ত স্থান থেকে হাইড অপশনটিকে সিলেক্ট করতে হবে।
কিভাবে নিজের রিলস হাইড করবেন
রিলস ব্লক করার উপায়
আপনি যদি কোনও ব্যক্তি বা পৃষ্ঠার পোস্ট করা রিলগুলি দেখে বিরক্ত হন তবে আপনি তাদের পোস্ট করা সামগ্রী দেখতে না পাওয়ার বিকল্পটি অনুসরণ করতে পারেন৷ কিন্তু এক্ষেত্রে আপনি ওই পেজের কোনো পোস্ট দেখতে পাবেন না। একটি পৃষ্ঠায় প্রবেশ করে এবং থ্রি-ডট মেনুতে ট্যাপ করে এবং ব্লক অপশনে ট্যাপ করে, আপনি যে কোনও ডিভাইস থেকে সেই পৃষ্ঠাটিকে ব্লক করতে পারেন। এটি আপনার ফিডে সেই পৃষ্ঠার কোনো বিষয়বস্তু দেখাবে না। কিন্তু এই বিকল্পটি শুধুমাত্র তখনই নির্বাচন করুন যদি আপনি কোনো পৃষ্ঠার কোনো পোস্ট বা বিষয়বস্তু দেখতে না চান।
আপনার আসলেই ব্লগার ফ্রেন্ডস বিডির একজন মূল্যবান পাঠক। ফেসবুকের রিলস হাইড করার উপায় এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url